১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১০:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
কাল শ্রীনগরের ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দ্বিতীয় দফায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর)।

এর মধ্যে ১৩ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে। শুধুমাত্র একটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মাঠে থাকছে ১৯জন ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার ৯৪৫ জন সদস্য।

উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩০১ জন। ভোটার ও আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যের আনুপাতিক হিসাবে প্রতি ৮০ জন ভোটারের জন্য ১ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োজিত থাকবে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করার জন্য নির্বাচনী মাঠে ৫জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট, ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, পুলিশের ১৪টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স ও ১টি রিজার্ভ টিম থাকবে। প্রতি কেন্দ্রে ৫জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

error: দুঃখিত!