মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে এখন পর্যন্ত ১১ জন করোনা ‘পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এর মধ্যে একজন মৃত ব্যক্তির শরীরে করোনা সংক্রমনের খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।
মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান।
তিনি জানান, মুন্সিগঞ্জ সদরে যে দুইজন করোনা রোগী পাওয়া গেছে তাদের একজনের বাড়ি পানামে আর অপরজন সদর থেকে নমুনা পাঠলেও তার বাড়ি টংগিবাড়ী উপজেলার পুরা এলাকায়।
সিভিল সার্জন জানান, ‘আজ যে করোনা রোগী আক্রান্তের খবর আইইডিসিআর থেকে জানানো হয়েছে সে আগেই মারা গেছে। ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ১১ এপ্রিল আইইডিসিআর এ পাঠানো হয়। তারা আজ (১২ এপ্রিল) সকালে করোনা ‘পজেটিভ’ নিশ্চিত করে। ’
‘যে দশজন রোগীর শরীরে করোনা সংক্রমণের খবর গতকাল আইইডিসিআর থেকে জানানো হয়েছিলো তাদের মধ্যে ৬ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকিরা ভালো আছেন।’ যোগ করেন সিভিল সার্জন।
উল্লেখ্য, গতকাল (১১ এপ্রিল) মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। মুন্সিগঞ্জে ১০ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ায় করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুরো জেলাকে ‘অবরুদ্ধ’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।