১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:০১
Search
Close this search box.
Search
Close this search box.
ঈদকে সামনে রেখে শিমুলিয়া ঘাট হয়ে নানা উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

লকডাউন শিথিলের প্রথম দিনে ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট হয়ে বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই উপচেপড়া ভিড় দেখা গেছে শিমুলিয়া ঘাটে। যাত্রীর চাপে কিছুটা ব্যাহত হচ্ছে গাড়ী পারাপার। অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক ব্যক্তিগত যান। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।

বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নৌরুটে ৭৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। প্রচুর যাত্রীর সমাগম ঘটছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে গণপরিবহন ও প্রচুর ব্যক্তিগত গাড়ি ঘাটে আসায় পণ্যবাহী ট্রাক পারাপারে বেগ পেতে হচ্ছে।

error: দুঃখিত!