১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:২৯
৯ মাসের মাথায় বিসিবির গদি হারালেন মুন্সিগঞ্জের ফারুক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণের ৯ মাসের মাথায় গদি হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার সন্তান।

এদিকে আজ শুক্রবার বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম। ১৬তম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। একই সভায় সহসভাপতি হিসেবে নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) এক বিবৃতিতে ফারুকের পরিচালক মনোনয়ন বাতিলের ঘোষণা দেয় এনএসসি। সেখানে জানানো হয়, ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালকের অনাস্থা প্রস্তাব এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই মনোনয়ন বাতিল মানে ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন ফারুক। অর্থাৎ বিসিবি সভাপতি পদই হারিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হয়েছিলেন ফারুক আহমেদ। সেখান থেকে বিসিবির বোর্ড মিটিংয়ে নির্বাচিত হন সভাপতি। নিয়মানুযায়ী, বিসিবির সভাপতি হতে হলে অবশ্যই তাকে পরিচালক হতে হবে। বিভিন্ন অভিযোগের কারণে এবার ফারুকের সেই পরিচালক মনোননয়ন বাতিল করেছে ক্রীড়া পরিষদ। তাই গঠনতন্ত্র অনুযায়ী আর সভাপতি পদ থাকছে না ফারুকের।