১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১০:১৯
৮০ কেজি ওজনের বাঘাইর, বিক্রি হলো ৫৫ হাজার টাকায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে জেলের জালে ধরা পরেছে ৮০ কেজি ওজনের বাঘাইর।

গতকাল বুধবার সকালে মাছটি মাওয়া মাছ ঘাটে ৫৫ হাজার টাকায় বিক্রি হয়।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) ভোররাতে লৌহজং উপজেলার হলদিয়া সিংগার হাটি গ্রামের মোঃ জহির নামের জেলের নৌকা জালে ৮০ কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে। মৎস্য শিকারিরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে সকাল ৬টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন।

এ সময় উৎসুক জনতা ওই আড়তে ভিড় জমে যায়। আড়তে ৮০ কেজি ওজনের এ মাছটির দাম উঠে ৫৫ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়েছেন। তারা ঢাকার পাইকারদের কাছে মাছটি লাভে বিক্রি করবেন বলে জানান মৎস্য আড়তের পাইকারি বিক্রেতা মো. মোখলেছুর রহমান মুকলেছ শেখ।

তিনি আরো জানান, এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলেনা। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইর মাছ আমরা দেখিনি। তবে এর আগে গত বছর এই মাছ ঘাটে ৫৫ কেজি ওজনের বাঘাইর উঠেছিলো।

লৌহজং উপজেলা মৎস কর্মমর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, নদীতে পানি কমতে থাকায় সাগরে পানির প্রচন্ড স্রোত সৃষ্টি হয় যার কারণে প্রতি বছর নানা প্রজাতির মাছ এ সময়ে ভেসে আসে সাগর হতে নদীতে। পদ্মায় বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকায় সেখানে আশ্রয় নেয় বড় বড় মাছগুলো। আর আসা-যাওয়ার মাঝে ধরা পড়ে জেলের জালে।

এদিকে দাম সর্ম্পকে সংশ্লিষ্টরা বলেন দুর্লভ পদ্মার বাঘাইর মাছটি বড় আকারের মাছ হওয়ায় দাম এ রকম হয়েছে।

error: দুঃখিত!