মিশরের মমি গুলোতে যে মুসলিন কাপড়গুলো পেচাঁনো রয়েছে তা বিক্রমপুর ও এর আশেপাশে অঞ্চলে তৈরী। প্রায় ৫ হাজার বছর আগের এ মমি করে রাখা দেহগুলোতে মসলিন কাপড় জড়ানো রয়েছে।
এ কাপড়গুলো তৈরীর জন্য যে কারপাস তুলা দরকার হতো তা বিশ্বের মধ্যে কেবল বিক্রমপুর ও তার আশে-পাশের অঞ্চলে উৎপাদন হতো। এতে প্রমানিত হয় মিশরে ৫ হাজার বছর আগের মমিগুলোতে পেচাঁনো মুসলিন কাপাড়গুলো বিক্রমপুর অঞ্চলে তৈরী।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন টঙ্গীবাড়ী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক সভায় রংমেহার পল্লি উন্নয়ন ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সমস্ত কথা বলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন।
তিনি আরও বলেন, টঙ্গীবাড়ীর নাটেশ্বরে যে বৌদ্ধদের উপশনালয় আবিস্কৃত হয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ উপশনালয়। একদিন এ স্থানটির নাম গীনেজ বুকে উঠবে বলে বৌদ্ধরা দাবী করেছে বলে জানান তিনি।
হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ সুখেন চন্দ্র ব্যানার্জীর সভপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক জজ আ. রউফ, অগ্রসর ফাউন্ডেনের সদস্য নজরুল ইসলাম, আবু হানিফ, বিমল চন্দ্র পাল, জহিরুল ইসলাম আইয়ূব, ডিএম বেলায়েত শাহিন, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সভাপতি ব.ম শামীম প্রমূখ।