১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:০৪
৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো রেড ক্রিসেন্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিট মুন্সিগঞ্জ জেলায় রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

আজ সোমবার (৩ মে) সকালে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গনে ৫ শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক শাজাহান গাজী, কার্যকারী পরিষদের সদস্য সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, এ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আয়নাল হক স্বপন, ফারুক, ইউনিট অফিসার এস এম জাহিদুর রহমান, যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান (ভারপ্রাপ্ত) এস এম মাহাদিসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

error: দুঃখিত!