১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৪৩
৫ র‌্যাম্প কন্যা এখন হাঁটছেন সিনেমায়
খবরটি শেয়ার করুন:

গ্ল্যামার দুনিয়ার হরেক শাখার একটি র‌্যাম্প। সিনেমায় যখন নানা মাধ্যমের গ্ল্যামার কন্যারা ছুঁটছেন, তখন তারা আর বাদ থাকবেন কেন। অতীতে যেমন-তেমন, আজকাল বলিউডকে অনুসরণ করে ঢাকার র‌্যাম্পের মেয়েরা পা ফেলছেন সিনেমায়।
কাছাকাছি অনেকগুলো র‌্যাম্পের প্রিয় মুখ হাটার চেষ্টা করেছেন সিনেমায়। কারো চেষ্টায় বড় ফল না আসলেও নতুন নতুন ছবিতে দেখা মিলছে নতুন নতুন মুখ।

সূচনাটা আইরিনের হাত ধরে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে প্রথম সিনেমায় অভিনয় করেন আইরিন। অভিষেক ছবি করতে সময় লেগেছে চার বছর! এরমধ্যে ‘ইউটার্ন’, ‘টার্গেট’ এর মতো ছবিগুলো করে ফেলেছেন। আলোচনায় বলতে গেলে তিনি সবসময়ই আছেন।

রুহি কলকাতার গ্ল্যামার ছবিতে অভিনয় করেন বাংলাদেশের আগে। অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয় করেন তারপর। ছবিটি গত ফ্রেবুয়ারিতে মুক্তি পেয়েছে। এরপর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর মেলেনি।

র‌্যাম্প কন্যা রুমা পুরোদস্তুর নায়িকা হওয়ার সুযোগ পাননি এখনও। ‘ইউটার্ন’ ছবিতে আইটেম কন্যা হয়ে দর্শক মনোরঞ্জন করেছেন তিনি। ভবিষ্যতে নায়িকাও হয়তো হয়ে যেতে পারেন।

শিবা আলী খান র‌্যাম্প থেকে পা রেখেছেন সিনেমায় ‘ষ্টোরি অব সামারা’ ছবিতে। হরর ছবিটি চলেনি মোটেও। তাতে কি! একই প্রযোজকের পরের ছবি ঠিকই করছেন শিবা। ছবির পরিচালক আবার আশিকুর রহমান।

‘সামারা’ ছবিতে জান্নাতুল ফেরদৌস পিয়াও ছিলেন। র‌্যাম্প কাঁপানো এই মডেল ছবিটিতে নিজের পূর্ণ সম্মান পাননি। তাই বলে বাজি শেষ হয়ে যায়নি তার। আজ মুক্তি পাচ্ছে পিয়ার দ্বিতীয় ছবি অাশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংষ্টার রিটার্নস’। অপূর্ব আছেন তার সহশিল্পী। এবার দেখার পালা র‌্যাম্প কন্যাকে দর্শক কীভাবে নেয়।

র‌্যাম্প কন্যারা সিনেমায় গ্ল্যামারের ছটা আনলেও লোকে টিকেট কেটে তাদের দেখতে কতটা আগ্রহী তা বোঝা যায় ছবি মুক্তি পেলেই। এখনও পর্যন্ত আলাদা করে র‌্যাম্প কন্যারা জায়গা করতে পারেননি। তাই সিনেমায় ‘র‌্যাম্প জোয়ার এসেছে’ বলার সময় এখনও হয়নি।

error: দুঃখিত!