মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মনির হোসেনের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে ৫ নং ওয়ার্ডের গণকপাড়া ও বৈখর এলাকায় এই প্রচারণা করেন কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মনির হোসেন ও তার কর্মী-সমর্থকরা।
এসময় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মনির হোসেন তার প্রতীক ‘উটপাখি’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস প্রমুখ।