১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:২৭
৫০০ টাকায় ট্রলারে মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি, এক ট্রলার চালক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নিষেধ থাকা সত্ত্বেও ঝুকি নিয়ে ট্রলারে মোটরসাইকেল উঠিয়ৈ পদ্মা পারাপারের সময় এক ট্রলার চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে ঐ ট্রলার চালককে আটক করা হয়। আটক ট্রলার চালকের নাম আশিক (২৩)।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে এই ব্যাক্তিকে আটক করেন।

এ বিষয়ে তিনি ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘পদ্মায় স্বাভাবিকের চেয়ে বেশি স্রোত বইছে। তাই জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রলার দিয়ে এভাবে নদী পারাপারে নিষেধ করা হয়েছে। এরপরও কিছু অতিলোভী ট্রলার চালক অতিরিক্ত আয়ের আশায় এ কাজ করছিলো, তাই সেখানে ঝটিকা অভিযান চালানো হয়েছে।’

তিনি জানান, ‘জনস্বার্থে এরকম অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান।

error: দুঃখিত!