বন্ধ থাকার তিন মাস পর শুক্রবার সকালে খোলা হয়েছে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়টি।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মো: শামীম হাবিব অভিযোগ করে বলেন, গত ৩ মাস আগে লৌহজং থানা পুলিশ কোন কারন ছাড়াই বন্ধ করে দেয় লৌহজং ঘোড়াদৌড় বাজারে অবস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়টি।
এরপর গত ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবসের রাতে একটু খোলা হলে পার্টি অফিসটি আবারও বন্ধ করে দেয়া হয়েছিল।
শুক্রবার সকালে নেতা কর্মীরা এসে কার্যালয়টির তালা খুলে দিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একে একে আসতে থাকে পার্টি অফিসে। পাশাপাশি পুলিশ ও অবস্থান নেয় বিএনপির কার্যালয়ের সামনে।
এ সময় বিএনপির কার্যালয়ের ভিতরে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মো: শামীম হাবিব, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মো: হাবিবুর রহমান চাকলাদার অপু, মো: শহিদুর রহমান, মো: আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: সাজ্জাদ হোসেন শিপন প্রমুখ। বেলা ১টায় নেতা কর্মীরা পার্টি অফিস থেকে সবাই চলে যান। এ সময় পুলিশকে ও চলে যেতে দেখা যায়।
এ বিষয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, লৌহজং উপজেলা বিএনপির কার্যালয় বন্ধের ব্যাপারে আমি কিছুই জানিনা। তারা এক সময় বন্ধ রাখে আবার নিজেরা খোলে। এটা তাদের দলীয় দ্বন্দের বিষয়।