মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ান বাজার কেপিবাগ গ্রামের ৩ বছরের অপরিচ্ছন্ন একটি পুকুর স্থানীয়দের সহায়তায় পরিস্কার করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
আজ শুক্রবার সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত সংগঠনের ৩৫জন সদস্যের অংশগ্রহণে স্বেচ্ছায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। এসময় কেপিবাগ গ্রামের পশ্চিমবাড়ি পুকুর পরিস্কার করে দেন তারা।
স্থানীয়রা জানান, পুকুরটি বিগত ৩ বছর ধরে ময়লা আবর্জনা ও কচুরিপানা জমে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিলো। দীর্ঘ সময় পর পুকুরটি পুরোনো রুপে ফিরে পেয়ে গ্রামবাসী আনন্দিত।
বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান জানান, একটি পুকুর নালা বা খাল পরিচ্ছন্ন করতে আমাদের বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়। তবে সৎ বিশ্বাস এবং বুকে ধারণ করা পরিচ্ছন্নতার শপথ সকল বাঁধাকে পাশ কাটিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।