বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট বিকেলে সন্ত্রাসবিরোধী শান্তি মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার শিকার নিহতদের স্মরণে মুন্সিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহমেদ মিতালী।
জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ২১ অগাস্ট বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবি গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শাহিন মোঃ আমানুল্লাহ্, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, ,মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ও জামায়াতের মদদ ছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলা হতে পারে না। যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছি সেদিন থেকে বারবার মৃত্যুর সামনা-সামনি হয়েছি। যেদিন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেছি সেদিন থেকে বারবার বাধাগ্রস্ত হয়েছি। আর এই বাধা প্রতিহত করতে গিয়ে আমার নেতা-কর্মীরা প্রাণ দিয়েছে।’
বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) ২১ আগস্টের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।