মুন্সিগঞ্জ, ৭ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১৩১ বছর বয়সী সুফিয়া বেগমকে চেনেন দেশের অনেকেই। গত রমজানে তার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।
জীর্ণ শীর্ণ দেহের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের তালিকায় থাকা এই নারী এখনো জীবিত আছেন। তবে বয়সের ভার তার বেড়েছে, কিন্তু তাও রমজান এলে একটি রোজাও ছাড়েন না তিনি।
নিয়মিত পড়েন তারাবীর নামায। বয়সের ভারে নিজে নুইয়ে পড়লেও ধরে রেখেছেন ইসলামের অনুশাসন।
বিস্তারিত ভিডিও প্রতিবেদনে: