২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:২৭
১০০ বছর ধরে বিক্রমপুরে চাষ হয় মিষ্টি পান, স্বাদ ও মানে দেশের সেরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

প্রাচীন বিক্রমপুর পরগণা অঞ্চলে পান চাষের ইতিহাস বহু পুরোনো। উর্বর মাটি ও নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারনে পান চাষ উপযোগী এই অঞ্চলটি।

এমন এক সময় ছিলো যখন এই অঞ্চলের প্রতি এলাকাতেই পান চাষ হতো। পানের বরোজ ছিলো ৫০-৬০ হাজার।

মান ও স্বাদের কারনে বিক্রমপুরের পানের রয়েছে গৌরবময় ঐতিহ্য।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে: 

 

error: দুঃখিত!