২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:১৭
হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেল মুন্সিগঞ্জের অটোরিকশা চালকের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সীমানা ঘেষা নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় সড়ক থেকে অটোরিকশা চালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আল আমিন (৩৫) মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার মোহাম্মদ ইউসুফ বেপারী ও হাজেরা বেগমের ছেলে। আল-আমিন স্ত্রী সন্তান নিয়ে পৌরসভার যোগিনী ঘাট এলাকায় থাকতেন।

স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘আল আমিন দক্ষিণ ইসলামপুরের আওলাদ হোসেনের রিক্সার গ্যারেজ থেকে ভাড়ায় নিয়ে অটোরিকশা চালাতেন। গতকাল রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে চরকিশোরগঞ্জের দিকে যায় সে। এরপর আমরা আর কোন খোঁজ পাইনি। আজ সকালে শম্ভুপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ফোন করে আমাদের আসতে বলেন। এসে দেখি আমার স্বামী বেঁচে নাই।’

অটোরিকশা গ্যারেজের মালিক আওলাদ হোসেন বলেন, ‘রাত চারটার দিকে মানিক মিয়া ব্রিজ থেকে স্থানীয় কিছু লোক আমাকে ফোন করে সেখানে যেতে বলে। তারা জানায় চারজন লোক আমার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাদের আটকের চেষ্টা করলে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। তবে আমার কাছে সিসিটিভি ফুটেজে চারজনকে দেখা গেছে।’

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

error: দুঃখিত!