১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ২:৩০
সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ২ জন নিহত
খবরটি শেয়ার করুন:
14

মুন্সিগঞ্জ ১৯ সেপ্টেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ জাকির হোসেন (২৪), মো. মিরাজ (১৮)।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে আলীপুরায় এ ঘটনা ঘটে। জাকির চাদঁপুর জেলার হাজীগঞ্জ ইছাপুরা গ্রামের মোঃ মোস্তফার পুত্র এবং মিরাজ একই স্থানের মোঃ মান্নানের পুত্র।

এসব তথ্য দিয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, চাদঁপুরগামী দুই মটরসাইকেল আরোহী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলীপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে আইলেনে ধাক্কা লেগে উল্টে পড়ে। আহতাবস্থায় দুই আরোহীকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাকির মারা যায় এবং মিরাজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

জাকিরের লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং মিরাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।