প্রবাস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মামুন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তার বাড়ি। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় জানা যায়নি।
শনিবার সন্ধ্যায় কাজে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন আল খোদারি কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা গেছে।