২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:১৩
সেন্সর নীতিমালা ভঙ্গ করে পোষ্টার
খবরটি শেয়ার করুন:

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের হিড়িক পড়ার পর চলচ্চিত্র নীতিমালার কোনো তোয়াক্কা করছে না সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। রীতি-রেওয়াজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মর্জিমাফিক ছবি বানিয়ে রিলিজ দিচ্ছে অনেক প্রতিষ্ঠান।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুই বাংলার বিনিয়োগে নির্মিত ছবি ‘ব্ল্যাক’ (সোহম-মিম) সেন্সর বোর্ডের অনুমোদনবিহীন পোষ্টার ছাড়ে বাজারে। পোষ্টারের ছাড়পত্র নিতে গেলে সেন্সর বোর্ড জরুরি কাগজপত্র ঝালিয়ে দেখে। এ থেকে বাঁচতেই সেন্সর বোর্ড ডিঙিয়ে পোষ্টার তৈরি করে ‘ব্ল্যাক’।
একই রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়াকেও। সেন্সর বোর্ডের অনুমোদনবিহীন পোষ্টার ছেড়ে পথঘাট সয়লাব করে ফেলছে প্রতিষ্ঠানটি। প্রেক্ষাগৃহের সম্মুখভাগ থেকে শুরু করে কাকরাইল ফিল্মপাড়া, রাজধানী, মফস্বল, সর্বত্র অনুমোদনবিহীন এসব পোষ্টার শোভা পাচ্ছে।
১৫ জানুয়ারি মুক্তির জন্য নির্ধারিত জাজে’র নতুন ছবি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অঙ্গার’ (ওম-জলি) এর সেন্সরবিহীন পোষ্টার ঝুলছে সব জায়গায়। নিয়ামানুযায়ী সেন্সর বোর্ডের অনুমোদন পোষ্টারের গায়ে প্রদর্শন করার কথা থাকলেও সেটা মানা হচ্ছে না।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী, যেকোনো চলচ্চিত্রের প্রচার-সামগ্রীর (যার মধ্যে অন্যতম পোষ্টার, ষ্টিল, স্কেচ, হ্যান্ডবিল) সেন্সর বোর্ড অনুমোদন থাকতে হবে।
আজকাল সেন্সর বোর্ডের নীতিমালাকে তুড়ি মেরে উড়িয়ে অনেক নির্মাতাই মনগড়া পোষ্টার প্রদর্শনী করছেন। ইউটিউব, ফেসবুকসহ অনলাইন মাধ্যমে পোষ্টার ছাড়ছেন যে যার মতো। প্রেক্ষাগৃহসহ জনসম্মুখে প্রদর্শনের জন্য পোষ্টার অনুমোদনের নিয়ম থাকলেও কেউ কেউ নিয়ম ভঙ্গ করে চলেছেন। এ ব্যাপারে সেন্সর বোর্ডকে তৎপর হওয়ার আহবান জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

error: দুঃখিত!