৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৪৩
সেপ্টেম্বরে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন সানি লিওন-আতিফ আসলাম
খবরটি শেয়ার করুন:
বলিউডের সেক্সসিম্বল নায়িকা  সানি লিওন ঢাকা আসছেন আগামী সেপ্টেম্বরে। সম্প্রতি এ বিষয়ে সানি লিওনের এজেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়েছে। এর আগে অবশ্য সানি লিওনের আসার খবর বেশকিছু অনলাইন দৈনিক প্রকাশ করলেও শেষ অবধি চূড়ান্ত কোনো খবরে গড়ায়নি।

আয়োজক সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থাটি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে।

রাজধানীর বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেট-এর এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।

 

error: দুঃখিত!