পদ্মা সেতু এক মহাকাব্য
সুমন ইসলাম
পৃথিবীর ঘোর কুয়াশা থেকে বেরিয়ে এলো ৬.১৫ কিলোমিটর পদ্মাসেতু
এ নিমার্ণ স্থাপর্ত্যর নান্দনিক প্রভাবে আমি সংবেদনশীল, আমি গর্বিত
এখানে কবির কোনো রাজনীতি নেই।
হে সূর্য! আরো উদ্ভাসিত গতিশীল ও উদ্দীপনাময় হয়ে ওঠো
পৃথিবীর মনোজগৎ ও মস্তিষ্কে জাগরণ তুলে যাও যে
আমাদেরও অহংকার আছে- আমরাও পেরেছি অগ্রযাত্রার নির্মাণ
বাংলাদেশে এসেছে এক মহাকাব্য পদ্মাসেতু!
-সুমন ইসলাম, সম্পাদক- পটভূমি’ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা, মুন্সিগঞ্জ।