মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাবলিক লাইব্রেরীতে ব্যাংক এশিয়া অর্থ অনুদান প্রদান করেছে।
শনিবার দুপুরে উপজেলার ইছাপুরায় পাবলিক লাইব্ররীতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি আশফিকুন নাহারের হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন ব্যাংক এশিয়ার ম্যানিজিং ডিরেক্টর আরফান আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবির আহমেদ সাজ্জাদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােহাম্মদ নাসির উদ্দিন, ব্যাংক এশিয়া সিরাজদিখান শাখার ম্যানেজার বিপুল সরকার, মালখানগর শাখার সংকর কুমার রায়, জেলা স্বেছাসবক লীগর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিটু ,ইছাপুরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মাে. সুমন মিয়া, শেখ আমিন প্রমুখ।