২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩৬
সিরাজদিখানে ৫ শতাধিক পরিবারের মাঝে এ্যাড.আবু সাঈদ এর ঈদ উপহার বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতির কারণে সংকটে থাকা নিজ এলাকার ৫ শতাদিক দরিদ্র ও অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ।

গত (৮ ও ৯ মে) শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবারকে তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার তুলে দেন। ঈদ উপহারের প্যাকেটে ছিল, ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি মুশুরী ডাল, ১ লিটার সোয়াবিন তৈল ও ২ পেকেট সেমাই।

এ্যাডভোকেট আবু সাঈদ বলেন, আমার এই ঈদ উপহারের একটাই উদ্দেশ্য, রশুনিয়া ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো। বিপদের সময়ে মানুষের পাশে দাড়িয়ে খুব ভালো লাগছে। আমি ৫ শতাধিক অসহায় পরিবারকে সাহায্য করতে পেরেছি। সহযোগিতা করছি না, মানুষের পাশে সাধ্যমত দাঁড়াচ্ছি। ইনশাআল্লাহ সামনেও মানুষের পাশে থাকার ইচ্ছা আছে। রশুনিয়া ইউনিয়নবাসী ভালো থাকলেই আমি ভালো থাকবো।

error: দুঃখিত!