মুন্সিগঞ্জ, ৮ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শিমুলিয়া-বাংলাবাজার রুটে গতকাল মধ্যরাতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলেও আজ সকাল থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে শিমুলিয়া ঘাটে। নানা উপায়ে ঘাটে আসে শত শত মানুষ। মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় কতৃপক্ষকে। এক পর্যায়ে বাধ্য হয়ে পরপর ছেড়ে যায় ৩ টি ফেরি।
আরও পড়তে পারেন: শিমুলিয়া ঘাটে যাত্রী ঢল শামাল দিতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ
আজ শনিবার (৮ মে) ভোড় সকাল থেকেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মা পাড়ি দিতে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো হাজার হাজার মানুষ ভিড় করে। ঘাটের প্রবেশপথগুলোতে পুলিশ গাড়ি আটকে দিলেও চার থেকে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটেই শত শত মানুষ শিমুলিয়া ঘাটে আসে।
আরও পড়তে পারেন: শিমুলিয়ায় মানুষের চাপে ফেরি ছাড়তে বাধ্য হলো কতৃপক্ষ
ঘাট সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে প্রায় ৩ হাজার যাত্রী ও সাতটি অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে গেছে ফেলি শাহ পরান। এর আগে ফেরি এনায়েতপুরী শিমুলিয়া ঘাট থেকে প্রায় ৪ হাজার যাত্রী নিয়ে দুপুর ১২টা ২৩ মিনিটের সময় ছেড়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে ফেরি কুঞ্চলতা প্রায় ৪ হাজার যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়তে পারেন: মধ্যরাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, এখনো শিমুলিয়া ঘাটে ৪/৫ শ পণ্যবাহী ট্রাক ও ক্যাভার্ড ভ্যান রয়েছে। তিনটি ফেরি ছেড়ে যাওয়ায় যাত্রীর চাপ অনেকটাই কমেছে।