মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়্যারমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়্যারমান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ সাব্বির সাজ্জাদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, থানা অফিসার ইনচার্জ এস.এম. জালাল উদ্দিন, লতব্দি ইউনিয়ন পরিষদের চেয়্যারমান এস.এম. সোরহাব হোসেন, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারমান ইকবাল হোসেন চোকদার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রমুখ।