মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে জামাই ও শ্বশুর গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
এ সময় ২টি দ্বিতল বসতঘর ও একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে।
টেঁটাবিদ্ধ সুমন (২৫) ও নেকমত (৩৫)-কে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বিকালে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দোসরপাড়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মান্নান কোম্পানি ও তার মেয়ের জামাই জেলা পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি, আওয়ামী লীগ সমর্থক জাকির হোসেনের সাথে জমি-জমা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে গতকাল দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জাকির হোসেনের লোকজন মান্নান কোম্পানির সমর্থকের ২টি বসত ঘরসহ ১টি মোটরসাইকেলে আগুন দেয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।