মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী মোহাম্মদিয়া মাদরাসায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রনি চৌধূরির আয়োজনে দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়। ছাতিয়ানতলী মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হোজাইফা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে কোলা ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর মল্লিক, কোলা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফোরদৌস সহ উক্ত মাদরাসার শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।