১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:০২
সিরাজদিখানে লকডাউনে দোকান খোলায় জরিমানা ৭ হাজার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় সাতটি প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সিরাজদিখান উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তালতলা এবং ইছাপুরা বাজারে অভিযান পরিচালনা করে এই রায় দেন।

ইছাপুরা বাজারের সাদ্দাম, মোক্তার হোসেন এবং তালতালা বাজারের নজরুল ইসলাম, আব্দুর রহমান, রিফাত হোসেন, জসিম উদ্দিন এবং সুজন মিয়া সব মিলিয়ে ৭ জনকে ১৮৬০ দন্ডবিধি ২৬৯ ধারায় ১ হাজার করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন , ওসি অপারেশন মো.আজাহারুল ইসলাম।

error: দুঃখিত!