২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩৫
সিরাজদিখানে মা হলেন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন নারী!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মানসিক ভারসাম্যহীন নারী বুধবার রাতে সিরাজদিখান বাজারে ফুটফুটে এক মেয়ে সন্তান প্রসব করেছেন।

বিষয়টি সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানার পর তার সহযোগিতায় রাত ১১টায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নাম পরিচয়হীন এ পাগলী সন্তানের মা হলেও বাবা কে- তা জানা যায়নি। তবে পাগলীর মেয়ে সন্তানটি দত্তক নেয়ার জন্য অনেকেই আগ্রহী বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে আমি দ্রুত হাসপাতালে যাই। মা ও শিশু দুজনই সুস্থ আছে। এখন পর্যন্ত শিশুটির কোনো নাম রাখা হয়নি।

খবর পেয়ে রাতেই সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিকুন নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) রিনাজ ফৌজিয়া মা ও নবজাতককে দেখতে হাসপাতালে যান।

error: দুঃখিত!