২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৫৫
সিরাজদিখানে ব্রিজ ভেঙে সড়ক চলাচল ব্যাহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মালবিহীন ট্রাকসহ ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ।

গতকাল সকাল ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-বেতকা-সিরাজদিখান সড়কের ইমামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে পড়ার পর সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, ইমামগঞ্জ এলাকার বেইলি ব্রিজটি বহুদিন ধরে ঝুঁকিপুর্ণ অবস্থায় ছিল। কিন্তু এ বিষয়ে ঊর্র্ধ্বতন কর্মকর্তারা কোন ব্যবস্থা নেননি।

ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরও ভারী যানবাহন মালবাহী ট্রাক ও বাস নিয়মিত চলাচল করে আসছে।

গতকাল সকাল ১০টার দিকে একটি একটি খালি ট্রাক ব্রিজের উঠার পর ব্রিজটি ভেঙে পড়লে ট্রাকটিও ব্রিজের নিচের খাদে পড়ে যায়। এরপর থেকে ওই রুটের যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।

এ ব্যাপারে জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা তারেক ইকবাল জানান, ব্রিজটি প্রতিস্থাপন করা হবে।

আগামী ৩-৪দিনের মধ্যে ওই রুটের সড়ক যোগাযোগ সচল হবে বলে তিনি জানান।

error: দুঃখিত!