মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সরকারের নিয়ম-নীতি মেনে ডিলারশীপ নিয়ে এখন নিয়ম বহির্ভূত অন্য ইউনিয়নে দোকান নিয়ে সার বিক্রি করছে উপজেলার বেশ কয়েকটি ডিলার।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিআইসি’র ইউনিয়ন সার ডিলারদের অনিয়মের কারণে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।
সরকারের নীতিমালা বাস্তবায়নে নেই কোন তদারকি। কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলার বয়বাগাদি ইউনিয়ন ডিলার তার এলাকায় কৃষকদের সুবধা না দিয়ে পাশের ইউনিয়ন থেকে সার বিক্রি করছেন।
বয়রাগাদির ডিলার রায়েরবাগ দাস ট্রেডার্স যার মালিক দেবব্রত দাস। বিসিআইসি ডিলার নিলেও বয়রাগাদি ইউনিয়নে তার কোন কার্যক্রম নেই।
সরোজমিনে দেখা যায়, সরকার কৃষকের হাতে সার পৌছে দেয়ার লক্ষে ইউনিয়ন ভিত্তিক ডিলার দিয়েছেন। বয়রাগাদী ইউনিয়নে রায়েরবাগ দাস ট্রেডার্স কে ইউনিয়ন ডিলার দেয়া হয়। দাস ট্রেডার্সকে ডিলার দেয়ার পর থেকে মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে ডিলার পয়েন্ট খুলে ব্যবসা করে আসছে। দাস ট্রেডার্সের মালিক দেবব্রত দাসের বিরুদ্ধে অন্য ইউনিয়নের কৃষকদের সুবিধা বেশী দেয়ায় নিজ ইউনিয়নের কৃষকদের সার সংকটে ভোগান্তির তথ্য পাওয়া যায়। দেবব্রত দাসের বিরুদ্ধে টিএসপি সার বেশী দামে বিক্রি করারও অভিযোগ রয়েছে।
বয়রাগাদী ইউনিয়নের কৃষকদের অনেকে অভিযোগ করে জানান, আমাদের ইউনিয়নে কোন সার ডিলার নাই। আমাদের তালতলা বাজারসহ আশেপাশের বাজার থেকে সার আনতে হয়। দুর থেকে আনতে পরিবহন খরচ বেড়ে যায়। নদী পথে সার আনতে না পারায় এতে করে পরিবহন খরচ আরো অনেক বেরে যায়। ইউনিয়নে ডিলার থাকলে সহজ হতো, কারণ এ ইউনিয়নের সব রাস্তাই এখন পাকা। সরকার ইউনিয়ন ডিলার দিছে আমরা কোন সুবিধা পাচ্ছি না।
মালখানগর ইউনিয়নের ডিলার জিল্লুর রহমান জানান, ইউনিয়ন ভিত্তিক ডিলার দেয়া হলেও অনেকে অন্য ইউনিয়নে গিয়ে ব্যবসা করছে। তাতে করে সে ইউনিয়নের কৃষক ভোগান্তিতে পরছে। তাছাড়া যে ইউনিয়নে ডিলার আছে সেখানে অন্য ডিলার এসে বিক্রি করা ইউনিয়ন ডিলার কাষতিগ্রস্ত হচ্ছে। আমার ইউনিয়নে বয়রাগাদী ইউনিয়ন ডিলার খুলে বসে আছে। এবিষয়ে উপজেলা কৃষি অফিসে জানানোর পরও কোন কাজ হয়নি। দীর্ঘদিন ধরে এ সমস্যা রয়েছে।
এ বিষয়ে দাস ট্রেডার্সের মালিক দেবব্রত দাস জানান, বয়রাগাদী ইউনিয়নের কৃষকরা নদী পথে সার নেয়। বয়রাগাদী ইউনিয়নের রাস্তা ঘাট ভালো না। সে জন্য তালতলা বাজার থেকে সার নেয় তারা। বয়রাগাদি ইউনিয়নে কোন বাজার নাই। তাই তালতলা বাজরের ডিলার পয়েন্ট খুলেছি। তালতলা বাজারে দোকান থাকায় বিভিন্ন ইউনিয়নের কৃষকরা সুবিধা পায়।
বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন জানায়, সরকার কৃষকদের হাতের নাগালে সার পৌছে দেয়ার জন্য ইউনিয়ন ভিত্তিক ডিলার দিয়েছে। কিন্তু বয়রাগাদির ডিলার তালতলা বাজারে ব্যবসা করছে। আমাদের সেখান থেকে সার কিনে আনতে হয়। ডিলার পয়েন্টটি যদি ইউনিয়নের মধ্যে হয় তাহলে গোবরদী, ছোট পাউলদিয়া, বড় পাউলদিয়া, বাহেরঘাটাসহ ইউনিয়নবাসীর সকল কৃষকরা সুবিধা পেতো।
বয়রাগাদি ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসার নারায়ণ সরকার জানান, বয়রাগাদী ইউনিয়ন ডিলার পয়েন্ট তালতলা বাজারে। ইউনিয়নে ডিলার পয়েন্ট থাকলে কৃষক আরো সুবিধা পেতো।