২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৪
সিরাজদিখানে বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে বিএনপির ২গ্রুপের হাতাহাতি
খবরটি শেয়ার করুন:

বিপ্লব ও সংহতি দিবসে একই স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে সিরাজদিখান উপজেলায় বিএনপির দুইপক্ষের নেতাকর্মীদের হাতাহাতিতে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ইমরান হোসেন, জাবেদ মিয়া, মানিক, জাফর, অনু ও বাদশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুইপক্ষের হাতাহাতিতে বিএনপির সভা পণ্ড হয়ে গেছে।

নেতাকর্মীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন গ্রুপ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সভার আয়োজন করে।

খবর পেয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ গ্রুপ পাল্টা সভা করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

error: দুঃখিত!