মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোয়ালখালী গ্রামের সেতু মণ্ডলকে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমার মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহসভাপতি বরুণ সেন, সাধারণ সম্পাদক গোপাল পাল, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধুরায়, সিনিয়র সহসভাপতি ডা. এম কে রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুব্রত দাস, আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, মহিলা মহাজোটের সভাপতি প্রীতিলতা বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোয়ালখালী গ্রামের সেতু মণ্ডলকে গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে বখাটে মো. সোহেল, পলাশসহ তিনজন চেতনানাশক রুমাল চেপে অচেতন করে কদমতলী এলাকার একটি বাড়িতে নিয়ে সারারাত গণধর্ষণ করে পরদিন রাস্তায় ফেলে যায়। পরে অপমানিত হয়ে সেতু আত্মহত্যা করে।
বক্তারা সেতু মণ্ডলকে ধর্ষণকারীদের ফাঁসি ও শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান।