মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিব” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দ্বিতীয় বারের মতো মুন্সিগহ্জের সিরাজদিখানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে ডাকবাংলার সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজন র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী অফিসার আশফিকুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়তে হোসেন, উপজেলা কষি কর্মকর্তা সুবাধ চদ্র রায়, উপজেলা নির্বাচন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী, দিলীপ কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।