মুন্সিগঞ্জ, ৮ আগস্ট, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১ কেজী গাঁজাসহ রবিউল্লা মিয়া (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গত শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারসুর বাজার সংলগ্ন মরিচা ব্রীজ থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সোনা কান্দা গ্রামের মৃত আ: সামাদ মিয়ার পুত্র।
শেখেরনগর তদন্ত কেন্দ্রের এস আই অহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সানোয়ার মিয়াকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী রবিউল্লার দেহে তল্লাশী চালিয়ে এক কেজী গাজা উদ্ধার করা হয় । তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে মুন্সিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।