জেলার সিরাজদিখানের খাসমহল বালুচর স্কুল অ্যান্ড কলেজের (প্রস্তাবিত) একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার দুপুরে স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ।
খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, বালুচর ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ।