মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ার কোদাল ধোয়া এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কাপড়ে মোড়ানো একটি ব্যাগে মাছি উড়তে দেখেন এলাকাবাসী। পরে ব্যাগটি খুলতেই দেখা যায়, এক নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ছেলে বাচ্চা।
ধারণা করা হচ্ছে, শনিবার বাচ্চাটির জন্ম হয়েছে। পরে কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে এখানে ফেলে রাখা হয়েছে । লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।