সাবেক রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
২০১২ সালের এই দিনে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামুনগাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
দিবসটি পালন উপলক্ষে দোয়া, কোরআন খানী, সমাধিতে পূস্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
তাঁর প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিক্ষাবীদ অধ্যাপিকা আনোয়ারা বেগম প্রয়াত স্বামীর আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সাবেক এই রাষ্ট্রপতি মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও গ্রামে ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহন করেন। শিক্ষায় অবদানের জন্য ১৯৯৫ সালে ভাষা সৈনিক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে একুশে পদকে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। তাঁর ১২৫টি গবেষণামূলক প্রকাশনা রয়েছে। দেশের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রপতি হওয়ার আগেও দেশের নানা গুরু দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকার বানানীতে অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুন্সিগঞ্জে প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।