৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
‘সাবাস বিক্রমপুর’ নামে বিপিএলে দল কিনতে চান অনন্ত জলিল
খবরটি শেয়ার করুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) দল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও বাণিজ্যিকভাবে গুরূত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) অনন্ত জলিল। গত বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে ও তার স্ত্রী বর্ষাকে।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কেনার আগ্রহ প্রকাশ করে অনন্ত বলেন, ‘এবারের বিপিএলের ছয়টা দল ছয়জন কিনে নিয়েছে। তবে, কামাল ভাই (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপেদেষ্টা) যদি মনে করেন, আমাকে পার্টনার বানাবেন তাহলে দু’জন মিলে এটাকে এগিয়ে নিবো। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি মনে করেন সামনে আরও একটি দল বাড়বে তাহলে পরবর্তী সময়ে আমি ” সাবাস বিক্রমপুর ” নামে একটি দল কিনবো।’

অসম্ভবকে সম্ভব করতে পারার অনন্য ক্ষমতার জন্য সুপরিচিত এই তারকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড এম্বাসেডর হয়েও সার্বিকভাবে বিপিএলের সবগুলো দলের জন্যেই কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অনুষ্ঠানে।

error: দুঃখিত!