খেলাফতে ইসলামী বাংলাদেশ আমির মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ আজ ভিনদেশী অপসংস্কৃতির কবলে পড়ে ধ্বংসের দাঁড়প্রান্তে উপনিত। প্রতিমাসেই কোন না কোন ভারতীয় শিল্পী এনে বেহায়াপনার আয়োজন করে একশ্রেণীর কপট মানুষ এদেশের ঈমানী পরিবেশকে বিষাক্ত করে যাচ্ছে। অবিলম্বে সরকারকে এই বেহায়া, বেশ্যা তরুণীর প্রবেশ ঠেকাতে জোর আহবান জানাচ্ছি। রবিবার দলের প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি সরকারের উদ্দেশ্যে আরও বলেন, এদেশ শাহ্ জালাল, শাহ্ পরান, হাফেজ্জী হুজুর, মুফতী আমিনী রহ.-এর দেশে কোনো পর্ণ নর্তকীকে এখানে বেহায়পনা করতে দেয়া হবে না। সরকার যদি মুসলমানদের ঈমান ও চরিত্র বিধ্বংসী সানি লিওনের প্রবেশ ঠেকাতে গরিমসি করে, তাহলে সারা দেশের মুফতী আমিনী রহ.-এর সৈনিকেরা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।