২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৩৮
সানিকে টেক্কা দিতে বলিউডে আসছে আরেক পর্ন তারকা
খবরটি শেয়ার করুন:

২০১২ সালে ‘জিসম টু’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ হয় সানি লিওনের। আলোচিত এই অভিনেত্রীর ব্যাপক জনপ্রিয়তা বলিউডে। গুগলের এক জরিপ বলছে ভারতে সবচেয়ে বেশিবার খোঁজা তারকা এই সাবেক পর্ন স্টার। কিন্তু সানির জনপ্রিয়তাকে ফিকে করতেই নাকি বলিউডে পদার্পণ হতে যাচ্ছে হলিউডের আরেক পর্ন অভিনেত্রীর।

একটি সূত্র থেকে জানা গেছে, এই বছরের জুলাই মাসের দিকে বলিউডের এক প্রযোজনা সংস্থা স্বল্প বাজেটের একটি সিনেমা বানাতে যাচ্ছে। সেটিও নাকি অ্যাডাল্ট কমেডি ঘরানার সিনেমা। আর তাতে প্রধান চরিত্রে সানি লিওন নয়, অভিনয় করবেন নতুন পর্ন  তারকা।

তবে কে সেই তারকা সেটি এখনও প্রকাশ করেনি নির্মাতা সংস্থা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, একটা অ্যাডাল্ট ছবি তৈরির পরিকল্পনা চলছে যাতে এক নতুন পর্নস্টারকে দেখা যেতে পারে।

error: দুঃখিত!