মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল, ২০২২, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের কে. কে গভ ইনষ্টিটিউশন এর এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্তের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে কে. কে গভ ইনষ্টিটিউশনের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকা থেকে বিক্ষোভটি শুরু হয়। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ব্যানারে শোভা পায় ‘ছাত্র সমাজের নিরাপত্তা চাই’ স্লোগান।
পরে সেটি শহরের প্রধান সড়ক ধরে সুপারমার্কেট চত্বরে এলে পুলিশ তাদের বিক্ষোভ শেষ করে ফিরে যেতে অনুরোধ করে। পুলিশের অনুরোধ উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের সহপাঠি অঙ্কন দত্তের দ্রুত বিচারের আশ্বাস চান। পরে পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহি অফিসারের কাছে নিয়ে যায়।
সেখানে ইউএনও তাদের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করে ছাত্ররা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ বিষয়ে মৌখিকভাবে থানায় জানানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ থাকায় এ ঘটনায় জড়িতদের চিন্থিত করা যায়নি। ভুক্তভোগীর সাথে কথা বলে পুলিশ ব্যবস্থা নিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ জানান, দুপুরে শিক্ষার্থীরা তাদের এক সহপাঠীর উপর হামলার ঘটনায় দ্রুত বিচাঁরের দাবিতে আমার কাছে এসেছিলো। আমি সবার কথা শুনেছি। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা শিক্ষার্থীরা জানাতে পারেনি। আমরা খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, গত ৭মার্চ সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার কোর্টগাও এলাকায় কে. কে গভ ইনষ্টিটিউশন স্কুলের সামনে কে. কে গভ ইনষ্টিটিউশন এর এসএসসি পরীক্ষার্থী অঙ্কন দত্ত (১৬) এর উপর হামলার ঘটনা ঘটে। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অঙ্কন দত্ত মুন্সিগঞ্জ পৌরসভার রনছ এলাকার নির্মল দত্তের ছেলে।
আহত অঙ্কন দত্তের পিতা নির্মল দত্ত জানান, আমার ছেলে অপারেশন হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ৬-৭টি ছুরির আঘাত রয়েছে। সে এখনো আশঙ্কামুক্ত নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে এখন চিকিৎসাধীন। এ বিষয়ে ঘটনার দিন থানায় মৌখিকভাবে জানানো হয়েছিল। ছেলে সুস্থ হলে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।