মো: জাফর মিয়াঃ
মুন্সিগঞ্জের প্রাচীন ও ঐত্যিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের ৩ টি ভবন ধসে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৪ টার দিকে কলেজটির রোভার স্টাউট ক্লাব, দ্বাদশ শ্রেণীর কক্ষ ও কলেজটির দ্বিতীয় তলা বিশিষ্ট ১৯৩১ সালের নির্মিত ঐতিহ্যবাহী মূল ভবনের একটি অংশ ধসে পড়ে। দ্বিতীয় তলা বিশিষ্ট মূল ভবনটির পূর্ব পাশের দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। জানালাগুলোও ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। পুকুর পাড় দিয়ে হাঁটার রাস্তা এবং অনার্স ভবনে যাওয়ার রাস্তাটিও পুকুরে ধসে পড় বিলীন হয়ে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ধসে পড়া এলাকাটি নিয়ন্ত্রনে নেয়।
জানা গেছে কলেজটির ধসে পড়া ৩ টি ভবন পুকুর পাড়ে অবস্থিত ছিলো। বিগত কয়েকদির যাবত পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামে সংস্কার কাজে ড্রেজিং করে বালু ভরাট চলছিলো। এসময় ড্রেজিংয়ের পানির প্রেসারে পুকুরটির পাশের রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তের মধ্যে অতিরিক্ত পানি প্রবেশের কারনে ভবনের নিচের মাটি সরে গেলে ভবন ৩ টি ধসে পড়ে। এদিকে এই ভবন ধসের ঘটনায় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে ক্ষতিপূরন দাবি করেন ।
কলেজটির উপাধক্ষ্য প্রফেসর নাছিমা আহম্মেদ বলেন, হঠাৎ করেই ভবন ৩টি ধসে পড়ে। তবে ভবন ধসের সময় ভবন গুলোতে কেউ ছিলোনা। দূর্ঘটনা এড়াতে কলেজের সকল ছাত্র-ছাত্রীদের নিরাপদ দূরুত্বে সরিয়ে নেয়া হয়েছে। এই ভবন ধসের কারনে আগামীকাল মঙ্গলবার কলেজটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবন ধসের বিষয়ে তদন্ত চলছে।