৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
সময়ের সাথে পাল্লা দিয়ে সকলকে এক সাথে কাজ করতে হবে- মুন্সিগঞ্জে চুমকি
খবরটি শেয়ার করুন:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার। এ সরকার নারীদের উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে। তাই আজকের দিনে নারীদের আর ঘরে বসে থাকার সময় নেই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার লৌহজং উপজেলা মাঠে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে সকলকে এক সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সব উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন।

লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফকির মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মেদেনিমণ্ডল ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।

পরে দেড় হাজার নারীদের মাঝে মাতৃত্ব ভাতাভোগী ও অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

error: দুঃখিত!