১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৩ যুবক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকায় বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে খান বাড়ির বাবলু খানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধ্য কোটগাঁও এলাকার রশিদ মাস্টারের ছেলে মো. মিন্টু (৩৪), পূর্ব দেওভোগ এলাকার মৃত কায়কোবাদ মণ্ডলের ছেলে মো. রবিন (২০) ও পূর্ব দেওভোগ এলাকার শাহজাহান মোল্লার ছেলে মো. সুজন (২৭)।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, খান বাড়ির বাবলু খানের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ ওই তিন যুবককে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!