২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩৩
সভায় চূড়ান্ত সিদ্ধান্ত; মানু’র হাতেই ধানের শীষ
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের মুক্তারপুর এলাকায় এক সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আতোয়ার হোসেন বাবুল জানান, মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বর্তমান মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ও বিএনপি নেতা আব্দুল আজিম স্বপন এই তিন জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।

পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি একক প্রার্থী নিশ্চিত করার জন্য জেলা বিএনপিকে দায়িত্ব দেয়। এরপরই সোমবার বিকেলে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকসহ দলীয় নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!