মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘সব ক্ষেত্রে নাগরিকদের সমান সুযোগ নিশ্চিত করতে পারলেই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
সোমবার (৩১ আগস্ট) মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকায় মুন্সিগঞ্জ জেলা নাগরিক অধিকার মঞ্চের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন, সাবেক ছাত্রনেতা ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
এসময় কল্লোল আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের পেছনে যেসকল কুশিলবরা জড়িত তাদের বিচাঁরও করতে হবে। তানাহলে ভবিষৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন আবির প্রমুখ