সৌরভ আহমেদঃ প্রতি সপ্তাহের শুক্রবার মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান চিহ্নিত করে গ্রুপ বেধে পরিষ্কার করছে একদল তরুণ। এরা সবাই ‘বিডি ক্লিন মুন্সিগঞ্জ’ নামক একটি সংগঠনের সদস্য।
সংগঠনটির একজন সদস্য ‘আমার বিক্রমপুর’ কে জানায়, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ‘বিডি ক্লিন মুন্সিগঞ্জ’ নামের এই তরুণ সংগঠনটি রাস্তায় নেমেছে।
এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার (২১ জুন) বিকেলে তারা মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও তার চারপাশের এলাকা পরিষ্কার করে দেয়।
স্থানীয় একজন দর্শনার্থী জানান, মুন্সিগঞ্জ শহরের মূল কেন্দ্র ও পৌরসভার ঠিক পাশেই অবস্থিত মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি প্রায় সময়ই অপরিষ্কার থাকে। বিষয়টি ‘বিডি ক্লিন মুন্সিগঞ্জ’ এর সদস্যদের নজরে এলে তারা সিদ্ধান্ত নেয় এটি পরিষ্কার করার।