ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী উপজেলায় অাগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হবে।
মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ অাজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখিত সময় পর্যন্ত মুন্সিগঞ্জ ও টঙ্গীবাড়ী পাওয়ার হাউজে মেরামত কাজ চলবে। তাই সাময়িক এই অসুবিধা মেনে নেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।