২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:০৭
সদরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

নিখোঁজ থাকার ২৪ ঘণ্টা পর মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা থেকে মো. নিরব মাতবর (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালিরপাথর এলাকার হাজী মোকলেছ মাতবরের পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত নিরব পূর্ব মালিরপাথর এলাকার শিপন মাতবরের ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। আজ পরিত্যাক্ত একটি বাড়িতে স্থানীয়রা একটি লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির গলায় লাল দাগের চিহ্ন রয়েছে।

error: দুঃখিত!